মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

মেলায় ‘দর্শনাখ্যান’

আপডেট : ০১ মার্চ ২০১৯, ০৫:৫৮ পিএম

একুশে বইমেলার শেষ দিকে প্রকাশ হয়েছে শিক্ষক ও গবেষক আজফার হোসেনের ‘দর্শনাখ্যান’। বইটি এনেছে সংহতি প্রকাশন। ইতিমধ্যে বইটি পাঠকের মনোযোগ কেড়েছে।

‘দর্শনাখ্যান’ প্রসঙ্গে আজফার হোসেনের ভাষ্য, “ভাষা ও নৈঃশব্দ্য’সহ বেশ কিছু দার্শনিক-সাংস্কৃতিক-রাজনৈতিক বিষয় নিয়ে নিরীক্ষামূলক চিন্তা চিত্রের আন্তঃশাস্ত্রীয় সংকলন এটি।”

এ বইয়ে মূলত নৈঃশব্দ্যের ভাষা, কাব্য, সংগীত, গণিত, রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতি নিয়ে আজফারের ৪১টি থিসিস সংকলিত হয়েছে। যার বেশ কয়েটি অনলাইনে প্রকাশ করেছেন তিনি।

বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। পাওয়া যাচ্ছে বইমেলায় সংহতি প্রকাশনের ১০৩-১০৪ নম্বর স্টলে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত