বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

কুষ্টিয়ায় অস্ত্র গুলিসহ গ্রেপ্তার ৩

আপডেট : ০১ মার্চ ২০১৯, ১০:৩৪ পিএম

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ছয়টি গুলি ও দুটি ধারালো দেশি অস্ত্র এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক ছিনতাই করা দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আটক ব্যক্তিরা হলেন হাউজিং সি-ব্লকের বাসিন্দা শৈশব আহমেদ তূর্য (১৯), পূর্ব মজমপুর সকাল-সন্ধ্যা গলির বাসিন্দা শামসুর রহমান মৃধা ওরফে সুমন ওরফে কারি (২৪) এবং আমলাপাড়ার বাসিন্দা সাইম রহমান জীবন (২০)। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার জানান, রাত ২টার দিকে পুলিশ খবর পেয়ে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের হাউজিং এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত