পশ্চিমা দেশগুলোর তোপে থাকা প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারের প্রতি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এ ঘোষণা দিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, ‘সামাজিক ও অর্থনৈতিক সমস্যা নিরসনে বৈধ মানবিক সহায়তাসহ ভেনেজুয়েলা কর্র্তৃপক্ষকে সাহায্য অব্যাহত রাখবে রাশিয়া।’ এর আগে রাশিয়ার মস্কোতে আলোচনায় বসেন এ দুই নেতা। আলোচনার শুরুতে ল্যাভরভ উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর প্রতি ‘সমর্থন ও সংহতি’ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে সব পদক্ষেপে ঘনিষ্ঠ সহায়তা ও সমন্বয় করছি আমরা।’ অর্থনৈতিক মন্থর গতিতে পড়া ভেনেজুয়েলায় বিরোধীদের বিক্ষোভ রাজনৈতিক সংকট তৈরি করে। বিক্ষোভের মধ্যেই চলতি বছরের জানুয়ারিতে দেশটির বিরোধী দলের নেতা হুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করায় সংকট নতুন মোড় নেয়।