ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের মধ্যে আপিলকারী পাঁচজন তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন বলে ডাকসুর নির্বাচনী কার্যালয়ের এক কর্মকর্তা ও একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর প্রধান নির্বাচনী কর্মকর্তা ও আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘একটা সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে আমরা ৩ তারিখ জানাব।’
আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইয়ের পর বুধবার সাত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে পাঁচজন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। তাদের মধ্যে প্রগতিশীল ছাত্রজোটের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী উম্মে হাবিবা বেনজীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবর পেয়েছেন বলে জানান।
দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের রিটার্নিং কর্মকর্তা কামরুন নাহার ম্যাম কল দিয়ে আমাকে বলেন, আপনি ভোটার ও প্রার্থী হতে পারবেন।’
স্বতন্ত্র জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান ও ছাত্রদলের প্যানেলে সদস্যপ্রার্থী শাফায়াত হাসনাইন সাবিত প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন। বাকি দুজনের নাম জানা যায়নি।