মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

উইলিয়ামসনের ৬ হাজার

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০৭:০৫ এএম

হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে ২০তম সেঞ্চুরি তুলে নিয়েছেন কেন উইলিয়ামসন। ব্যাট করে চলা এই নিউ জিল্যান্ড অধিনায়ক এগিয়ে চলেছেন ডাবল সেঞ্চুরির দিকে। সেঞ্চুরির পর ছুঁয়েছেন দারুণ এক মাইলফলকও। টেস্ট ক্যারিয়ারে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এই প্রতিবেদন লেখার সময় ১৭১ রান নিয়ে ব্যাট করছিলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৬২২। প্রথম ইনিংসে এরই মধ্যে ৩৮৮ রানের লিড পেয়ে গেছে দলটি। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৩৪ রান।

আগের দিনের ৯৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে এদিন সকালের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। এরপর নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রান পূরণ করেন তিনি।

কিউইদের পক্ষে টেস্টে যে কীর্তি আছে স্টিভেন ফ্লেমিং, রস টেলর ও ব্র্যান্ডন ম্যাককালাম। হ্যামিল্টন টেস্ট খেলতে নামার আগে মাইলফলক থেকে ১৩৫ রান দূরে ছিলেন উইলিয়ামসন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত