শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

৯ দফা বাস্তবায়নের দাবি

ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলে বিক্ষোভ

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১১:১৭ পিএম

শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন ও শ্রমিক-কর্মচারীদের ৯ দফা দাবিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত মিলের উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা মিলের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মিলের সিবিএর সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহসভাপতি সাহেব আলী, যুগ্ম সম্পাদক আলম মিয়া, হারুন অর রশিদ প্রমুখ। সমাবেশে বক্তারা ৯ দফা  দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আগামী ৪ মার্চ রাজপথে বিক্ষোভ, ১২ মার্চ ধর্মঘট পালনের সমর্থনে ১০ মার্চ লাল পতাকা মিছিল এবং ১২ ও ১৩ মার্চ দুই দিন ধর্মঘট পালনসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত