বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আসবাবের ভ্যানে চেয়ারের পায়ায় ৮ হাজার ইয়াবা

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১১:২৪ পিএম

বাড়ির আসবাবপত্র ভর্তি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে আট হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। আসবাবপত্র হিসেবে বহন করা চেয়ারের ফাঁপা পায়ার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল এসব ইয়াবা। র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত শুক্রবার রাত পৌনে ১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বাড়ীচিনিস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় আট হাজার ইয়াবা এবং আটক করা হয় দুজনকে। আটককৃতরা হলো আবদুর রহিম (২৪) ও মিজান (২৩)। মাদক পাচারে ব্যবহৃত আসবাবপত্র বোঝাই পিকআপটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে পিকআপে আসবাবপত্র বোঝাই করে নারায়ণগঞ্জের কাঁচপুর যাচ্ছিল। র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, তারা দীর্ঘদিন ধরে নিয়মিত নারায়ণগঞ্জের কাঁচপুরে এক ইয়াবা ডিলারের মাদক পরিবহন করে আসছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত