বাড়ির আসবাবপত্র ভর্তি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে আট হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব। আসবাবপত্র হিসেবে বহন করা চেয়ারের ফাঁপা পায়ার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল এসব ইয়াবা। র্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত শুক্রবার রাত পৌনে ১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বাড়ীচিনিস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় আট হাজার ইয়াবা এবং আটক করা হয় দুজনকে। আটককৃতরা হলো আবদুর রহিম (২৪) ও মিজান (২৩)। মাদক পাচারে ব্যবহৃত আসবাবপত্র বোঝাই পিকআপটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে পিকআপে আসবাবপত্র বোঝাই করে নারায়ণগঞ্জের কাঁচপুর যাচ্ছিল। র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, তারা দীর্ঘদিন ধরে নিয়মিত নারায়ণগঞ্জের কাঁচপুরে এক ইয়াবা ডিলারের মাদক পরিবহন করে আসছিল।