মাথায় পায়রা, গায়ে জাদুকরী পোশাকে মোহনীয় ভঙ্গিতে হাজার হাজার দর্শকের সামনে পায়রা উড়িয়ে দারুণ খুশি জয়া আহসান চিৎকার করে বললেন, ‘আই লাভ ইউ...।’ জয়া আহসানের নতুন ছবির ফার্স্ট লুক। ছবির নাম ‘বিউটি সার্কাস’। একের পর এক নতুন চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় এই নায়িকা। নানা চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে প্রমাণ করছেন। পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার, ফিল্মফেয়ার, জি-সিনে অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। বিউটি সার্কাস ছবি নিয়ে জয়া আহসান বলেন, ‘এটি আমার অভিনয়জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আপনি আগে কখনো যাননি। আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতা একেবারে নতুন।’
গত বৃহস্পতিবার যে ‘বিউটি সার্কাস’ ছবির ফার্স্ট লুক আসছে, তা পরিচালক মাহমুদ দিদার আগেই জানিয়েছেন। সরকারি অনুদানে নির্মিত এই ছবির টিজারটি প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের চ্যানেল আইয়ের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে এবং স্পন্সর প্রতিষ্ঠান দারাজের ডিজিটাল প্ল্যাটফরমে অবমুক্ত করা হয়। মাহমুদ দিদার বলেন, ‘বেশ কিছু ঝামেলা আর বাজেট স্বল্পতার কারণে ছবির শ্যুটিংয়ে বেশ কয়েকবার বিঘœ ঘটেছে। তবে আনন্দের খবর হলো, আমরা শ্যুটিং শেষ করেছি। এখন দর্শকের পাতে দেওয়ার অপেক্ষায়। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এসেছে ছবির এই ঝলক বা টিজার।’
বিউটি সার্কাস ছবির ৫২ সেকেন্ড দৈর্ঘ্যরে প্রথম ঝলকে আরও দেখা গেছে ফেরদৌস, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ ও এ বি এম সুমনকে। চার নায়কের বিপরীতে দাঁড়িয়ে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ছবিতে তিনি সার্কাস-কন্যা ‘বিউটি’। সার্কাসকে কেন্দ্র করে এক নারী সংগ্রাম করে চলেছেন। হুমকির মুখে সেই নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠেছে ছবির পরতে পরতে। শ্যুটিং হয়েছে নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে। সার্কাসের প্যান্ডেল টানিয়ে বেশ আয়োজন করে হয়েছে শ্যুটিং। পরিচালক মাহমুদ দিদার আরও জানালেন, ‘বিউটি সার্কাস’ ছবিটি আগামী এপ্রিলে মুক্তি পাবে।
এদিকে, এ বছরের শুরুতেই ওপার বাংলায় মুক্তি পায় জয়া আহসানের নতুন ছবি ‘বিজয়া’। সাড়াজাগানো ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েল এটি। ‘বিজয়া’ সিনেমাটিও ব্যবসাসফল হয়েছে। গত সপ্তাহে কলকাতায় মুক্তি পায় তার আরেকটি সিনেমা ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবির ট্রেইলার। এ ছবিতে তাকে মানসিক রোগীর চরিত্রে দেখা গেছে। অর্ণব পাল পরিচালিত টলিউডের এই ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান প্রত্যুষ। জয়া আহসান ছাড়াও সাইকোলজিক্যাল থ্রিলার ধরনের ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, বাদশা মৈত্র, সুব্রত দত্ত, তনুশ্রী চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা প্রমুখ।