টার্গেট বেশি নয়। ৫০ ওভারে মাত্র ২৩৭ রান। হায়দরাবাদে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই রান তাড়া করে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। কেদার যাদব ৮১ এবং মহেন্দ্র সিং ধোনি ৫৯ রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন কুল্টার-নিল ও অ্যাডাম জাম্প।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে প্রথম ওয়ানডে খেলতে নামে অস্ট্রেলিয়া। টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে তার সিদ্ধান্ত সফল হয়নি। যশপ্রিত বুমরাহর প্রথম ওভারেই কোনো রান না করে প্যাভিলিয়নে ফেরেন ফিঞ্চ। এরপর দ্বিতীয় উইকেটে উসমান খাজা এবং মার্কাস স্টোয়েনিস ৮৭ রানের জুটি গড়েন। তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়া ভালো স্কোর গড়তে যাচ্ছে। কিন্তু সেই সম্ভাবনা বেশিক্ষণ টেকেনি। স্টোয়েনিসকে আউট করে জুটি ভাঙেন কেদার যাদব। কিছুক্ষণ পর কুলদীপ যাদব হাফ সেঞ্চুরি করা উসমান খাজাকে ফেরান। ঠিক ফিফটি করার পর তুলে মেরেছিলেন খাজা। বাউন্ডারি কাছ থেকে ক্যাচ নেন বিজয় শঙ্কর। মাত্র ৯৭ রানে ৩ উইকেট পরার পর গ্লেন ম্যাক্সওয়েল চেষ্টা করেছিলেন। কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট ছিল না। ৪০ রান করে আউট হন শেষ টি-টোয়েন্টির সেঞ্চুরিয়ান। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৩৬ রান করে অস্ট্রেলিয়া। গতকাল ভারতের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি, বুমরাহ ও কুলদীপ যাদব। একটি উইকেট নেন কেদার যাদব। জবাব দিতে নেমে ভারতও দ্বিতীয় ওভারে উইকেট হারায়। কোনো রান না করেই কুল্টার-নিলের বলে আউট হন শিখর ধাওয়ান। ৩৭ রান করেন রোহিত শর্মা। অধিনায়ক বিরাট কোহলি ৪৪ রান করেন।