পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে ‘বাংলাদেশ ক্লিন এনার্জি সামিট ২০১৯’-এর আয়োজন করছে রাষ্ট্র মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। আগামী ১০ ও ১১ মার্চ রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্মেলনের উদ্বোধন করবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইডকল। সম্মেলনে জ্বালানি দক্ষতা, নবায়নযোগ্য শক্তি ও সবুজ বিনিয়োগ সম্পর্কিত পণ্য ও সেবা প্রদর্শনী করা হবে। প্রযুক্তি উৎপাদন ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী, বিভিন্ন বাণিজ্য সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও নীতিনির্ধারক, বিদেশি বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ ও গবেষকরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও মাহমুদ মালিক বলেন, এবারের সম্মেলনে ১০০টিরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। এর মাধ্যমে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন ও নিজেদের মধ্যে যোগসূত্র স্থাপনে সুযোগ তৈরি হবে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) তথ্য অনুসারে, টেকসই জলবায়ু উন্নয়নে ২০১৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি ও এর ব্যবহারিক দক্ষতা, সবুজ উন্নয়নে বাংলাদেশে ১৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগের সুযোগ রয়েছে। বেসরকারি খাতের অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি ও এর ব্যবহারিক দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে ইডকল বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে।