শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

সাউথ এশিয়া এলপিজি সামিট শুরু আজ

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১২:১৬ এএম

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন হল বসুন্ধরায় আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সাউথ এশিয়া এলপিজি সামিট-২০১৯। এ সামিট উদ্বোধন করবেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গতকাল সাউথ এশিয়া এলপিজি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আয়োজকরা বলেন, ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের পরিচালক ডেভিট টেইলরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আগামীকাল সোমবার সামিট শেষ হবে। সামিট আয়োজনে সহযোগিতা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সকাল ৯টায় সামিট শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত দুই দিনের এই সম্মেলনে প্রায় ২০০ বিদেশি প্রতিনিধি অংশ নেবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত