সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

আ প না র ভা গ্য

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০২:০১ এএম

যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো
আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি), সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা।

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল কর্মক্ষেত্রে প্রতিপত্তি লাভ হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। বাসায় কিছুটা স্বস্তি ফিরে আসবে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর বৈদেশিক বাণিজ্য শুভু। বন্ধুর সাহায্যে শত্রুকে দমন করা সহজ হবে। আয় বাড়বে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে বিদেশ ভ্রমণের যোগ আছে। আত্মীয়দের জন্য মনের ওপর চাপ পড়বে। যানবাহনে সতর্ক থাকুন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর নতুন পরিকল্পনা কার্যকর করতে স্বল্প ভ্রমণের যোগ আছে। আত্মীয়দের জন্য ব্যয় বাড়তে পারে। কাজে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে।

মিথুন : ২১ মে-২০ জুন ব্যবসায় বৃদ্ধি পাবে ও আয় বাড়বে। যানবাহন লাভ হবে। কর্মচারীদের দিকে দৃষ্টি রাখুন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই যন্ত্রপাতি, খাদ্যদ্রব্য ও বিলাসদ্রব্যের ব্যবসায় লাভ হবে। নতুন বন্ধু লাভ হবে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে।
 
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট রোগ ও ঋণের ভয় দেখা যায়। প্রতিপক্ষ ক্ষতি করার জন্য পরিকল্পনা করবে। পরিচিতরা কাজে সহযোগিতা করবে।

 কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর প্রেমের ক্ষেত্র শুভ। কিন্তু আইনের মাধ্যমে বিবাহবিচ্ছেদের যোগ আছে। সন্তানের স্বাস্থ্যে দিকে নজর রাখুন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর দীর্ঘ ভ্রমণে আয় বৃদ্ধি পাবে। সংসারে শান্তি বজায় থাকবে। প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

 মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ নয়। ব্যবসার কাজে পরিশ্রম বাড়বে। শরীরে ক্লান্তি আসতে পারে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি প্রতিপক্ষের চাপে অর্থ খরচ হবে। প্রেম-রোমান্স শুভ নয়। রোগ বৃদ্ধির যোগ আছে।

 মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ দাম্পত্য কলহ আইনে যেতে পারে। আশা পূরণ হবে। আয় বাড়বে ও সঞ্চয় হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত