মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

বৈঠক শেষে সাঈদ খোকন

ঢাকায় নতুন বাসের রুট পারমিট দেওয়া হবে না

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০২:২৬ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকায় নতুন করে আর কোনো বাসের রুট পারমিট দেওয়া হবে না। গতকাল শনিবার দুপুরে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে মেয়র এ কথা বলেন। দক্ষিণের এই মেয়র বলেন, সড়ক ও পরিবহন করপোরেশন (আরটিসি) যদি একান্তই কোনো রুট পারমিটের প্রয়োজন মনে করে তাহলে তারা এ কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করে অনুমোদন দেবেন। তিনি বলেন, আগামী জুন-জুলাইয়ে ঢাকা শহরে গণপরিবহন ব্যবস্থার সূচনা হবে। এপ্রিল থেকে জুনের মধ্যে কিছু রুটে এই পরিবর্তন দেখতে পারবেন। সেখানে এসি বাসও থাকবে এবং সুসজ্জিত কিছু সুন্দর বাসও থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত