হিন্দি সিরিয়ালের যারা পোকা তারা মোনা সিংহকে ভালোভাবেই চেনেন। ২০০৩ সালে শুরু হওয়া টিভি ধারাবাহিক ‘জস্সি জ্যায়সি কোই নেহিতে’ অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান। সিরিয়ালটি চলেছিল টানা তিন বছর। ২০০৬ সাল পর্যন্ত চলা সেই তুমুল জনপ্রিয় ধারাবাহিকের প্রধান চরিত্রে মোনা সিংহ নিজেকে মেলে ধরেনি সুনিপুণভাবে। এরপর ওয়েব সিরিজ ‘ক্যাহনে কো হামসফর হ্যায়’-তে কাজ করে আবার আলোচনায় আসেন মোনা।
টিভি উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করা মোনা পেরিয়ে এসেছেন ক্যারিয়ারের ১৪টি বছর। এখনো সমান ব্যস্ত সময় পার করছেন তিনি। বাবার চাকরিসূত্রে কলকাতায় থাকার কারণে বাংলার প্রতিও রয়েছে আলাদা টান। অভিনয় করতে পারেন বাংলা মাধ্যমেও।
এদিকে মোনাকে নিয়ে রয়েছে নানা প্রেমের গুঞ্জন। অভিনেতা বিদ্যুত্ জামওয়ালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছিল দীর্ঘদিন। এখনো কি সম্পর্ক আছে, নাকি বিচ্ছেদ হয়েছে তাদের? এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে মোনা বলেন, ‘আমার কোনও বয়ফ্রেন্ড নেই। এখন বয়ফ্রেন্ড খুঁজছিও না। বয়ফ্রেন্ড পেলেই বিয়ে করব।’