ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যাম রেলিগেশন অঞ্চলে থেকে রীতিমতো ধুঁকছে। সেই দলটি প্রতিবেশী চেলসির বিপক্ষে লড়াকু নৈপুণ্যই দেখাল। তবে গনসালো হিগুয়াইন ও জর্জিনিয়োর নৈপুণ্যে জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি।
রোববার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জয় তুলে নেয় চেলসি। এই জয়ে সেরা চারে থাকার সম্ভাবনা ঠিকে থাকল মাওরিসিও সারসির দলের।
এদিন ম্যাচের ২০ মিনিটে লিড নেয় চেলসি। গোল করেন দলটির আর্জেন্টাইন তারকা হিগুয়াইন। তবে ফুলহ্যাম সমতা ফেরাতে সময় নেয়নি। সাত মিনিটের ব্যবধানে স্কোর লাইন ১-১ করেন ক্যালাম চেম্বার্স।
তবে ফুলহ্যাম সেই সমতা চার মিনিটের বেশি ধরে রাখতে পারেনি। ৩১ মিনিটে জর্জিনিয়ো গোল করে চেলসিকে এগিয়ে দেন। ম্যাচের পরবর্তী সময়ে আর গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি।
২৮ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্র তে মোট ৫৬ পয়েন্ট চেলসির। এই মুহূর্তে টেবিলে দলটির অবস্থান ষষ্ঠ। এক ম্যাচ বেশি খেলে ম্যানচেস্টার ইউনাইটেড ৫৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। পাঁচে থাকা আর্সেনালের পয়েন্ট ২৯।
দিনের অন্য ম্যাচে লেস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ওয়াটফোর্ড।