মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

ঠাকুরগাঁও এবং তাড়াশে দুটি লাশ উদ্ধার

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১১:১৮ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হাজীপাড়ার একটি পুকুরে গতকাল রবিবার মাছ ধরার সময় জালে এক শিশুর গলিত মরদেহ উঠে আসে। সিরাজগঞ্জের তাড়াশে গত শনিবার সাথী খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী বলছে, শিশুটির বয়স ১০ মাস হতে পারে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এদিকে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মালিপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও আজিমনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাথী খাতুন শনিবার এসএসসি পরীক্ষা দিতে যায়।

পরীক্ষা শেষে সে বাড়ি ফিরে বাবা-মাকে না পেয়ে অভিমানে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল রবিবার সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত