আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের হৃদ্রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ওবায়দুল কাদেরের অসুস্থতার খবরে মর্মাহত হয়ে পড়েছে পুরো দেশের মানুষ। তার সুস্থতা কামনা করেছেন তারকারাও। ফেসবুকে স্ট্যাটাসে অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, ‘প্রিয় ওবায়দুল কাদের স্যারের দ্রুত সুস্থতা কামনা করছি। ঈশ্বর এর কাছে প্রার্থনা, আপনার কর্ম ব্যস্ততায় মুখরিত হোক রাজনীতির ক্ষেত্র।’
চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন নেতা। আল্লাহ আপনার সহায় হোন। সবাই দোয়া করবেন।’
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদক, জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি।’
উল্লেখ্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টার দিকে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে ভর্তি করা হয়।