শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

শীর্ষ চারের স্বপ্ন চেলসির

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১২:২৪ এএম

ফুলহ্যামের মাঠে শেষদিকে গোল হজমের ভয় কাটিয়েছে চেলসি। এতে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে অল ব্লুজরা। ম্যাচে গোল পেয়েছেন গনজালো হিগুয়েন ও জরজিনহো। কোচ মরিসিও সারির মুখ বাঁচিয়েছেন তারা। নাপোলির কোচ থাকাকালে সারির অধীনে সফল ছিলেন এ দুই ফুটবলার। এবার চেলসিতে এসে ধীরে ধীরে নিজেদের মেলে ধরছেন তারা।

গতকালের জয়ে শীর্ষ চারের স্বপ্ন এখনো জিইয়ে আছে চেলসির। গত মাসে বাজে ফর্মে সেরা চারের সম্ভাবনা থেকে ছিটকে পড়েছিল তারা। কিন্তু দুর্দশা কাটিয়ে আবারও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ তৈরি করেছে। বর্তমানে আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম ও ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ অবস্থানে চেলসি (২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট)।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত