সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

পাওনা টাকা চাওয়ায় মা মেয়েকে কুপিয়ে জখম

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১১:২৬ পিএম

পাওনা টাকা চাওয়ায় বরগুনা সদর উপজেলার পাতাকাটা গ্রামের মা-মেয়েসহ তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মো. ইলিয়াছের বিরুদ্ধে। গত রবিবার রাত ৮টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে বসতবাড়িতে হামলা চালিয়ে তাদের আহত করা হয়। আহতরা হলেন পাতাকাটা গ্রামের সুমনা, তার মা রুনা বেগম ও মামি হেলেনা। তাদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমনা অভিযোগ করেন, ‘গত ইউপি নির্বাচনে ইলিয়াছ মেম্বার আমার মায়ের কাছ থেকে তিন লাখ টাকা ধার নেন। সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন তিনি। রবিবার সকালে আমি তার বাড়িতে গিয়ে টাকা চাইলে তিনি আমাকে মারধর করেন।’

সুমনা আরও অভিযোগ করেন, এ সময় আমার মা ও মামিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ইলিয়াছের ছুরির আঘাতে আমার মাথা কেটে যায়। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করান।’ এ ব্যাপারে অভিযুক্ত বদরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য ইলিয়াছ বলেন, সব অভিযোগ মিথ্যা। পরে আপনাদের সঙ্গে দেখা করব বলে দ্রুত সংযোগ কেটে দেন তিনি। বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত