বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

বিজিএমইএর সাবেক সভাপতিকে দুদকে তলব

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০২:৪৬ এএম

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা আনোয়ারুল আলম চৌধুরী পারভেজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। আগামী ১১ মার্চ তাকে আয়কর বিবরণীসহ স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ নিয়ে দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী গতকাল সোমবার এ নোটিস পাঠান। এ ব্যবসায়ী নেতার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নেওয়া, যন্ত্রপাতি আমদানির আড়ালে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

ফারমার্স ব্যাংকের ৯ কর্মকর্তাকে তলব : জালিয়াতি করে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির নয় কর্মকর্তাকে তলব করেছে দুদক। গতকাল তাদের চিঠি পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির উপপরিচালক সামছুল আলম। তাদের কাল বুধবার প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তলব করা কর্মকর্তারা হলেন শেরপুর শাখার অপারেশন্স ম্যানেজার এ ডি এম সোলাইমান, ক্রেডিট অফিসার কামরুল ইসলাম, ইমাম হোসাইন, মো. আবদুল্লাহ ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. আবু নাঈম। আর অন্যরা হলেন প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং ডিভিশনের এসভিপি অলক কুমার বিশ্বাস, হেড অব এইচআরডি রিতা সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আমিন এবং গুলশান শাখার হেড অব সিএডি আশীষ কুমার লস্কর।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত