সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজে রক্তাক্ত ভূঁইয়াগাঁতী দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে শোকসভা, র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ আবদুল হান্নান খান, জেলা আওয়ামী লীগের সদস্য ও রায়গঞ্জ উপজেলা পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইমরুল হোসেন তালুকদার ইমন, কলেজের সাবেক অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম তালুকদার, কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক শরীফুল আলম খন্দকার শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম তালেব, সাংগঠনিক সম্পাদক টিএম শফিকুল ইসলাম ঝন্টু, জেলা যুবলীগের সহসভাপতি আমিনুল ইসলাম শিহাব প্রমুখ।