সেনাবাহিনী ও বাঙালিদের নিয়ে সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা আপত্তিকর বক্তব্য দিয়েছেন অভিযোগ করে সাংসদ পদ থেকে তার অপসারণ দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকালে রামগড় উপজেলা সদরের হাই প্লাজার সামনে ‘সচেতন রামগড়বাসী’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে বাসন্তী চাকমার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাঙালি ছাত্র পরিষদ, নাগরিক পরিষদ ও অধিকার ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে বাসন্তী চাকমার কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয়। বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের মাটিরাঙ্গা পৌর কমিটির আহ্বায়ক মো. জালাল, মাটিরাঙ্গা থানা কমিটির সভাপতি রবিউল হোসেন, রামগড় থানা কমিটির সভাপতি মো. সাইফুল, রামগড় পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম কামাল, রামগড় থানা যুবলীগ সভাপতি আব্দুল কাদের ও রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন। বক্তারা বাসন্তী চাকমাকে ‘উগ্র সাম্প্রদায়িক’ নারী হিসেবে উল্লেখ করে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানান। এছাড়া বাসন্তী চাকমা পার্বত্য অঞ্চল নিয়ে ‘উগ্র সাম্প্রদায়িক’ বক্তব্য দিয়ে পাহাড়ে বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।