সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা হুয়াওয়ের

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১১:৪৪ পিএম

যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে চীনের বহুজাতিক নেটওয়ার্কিং ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর হুয়াওয়ের পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

হুয়াওয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিষেধাজ্ঞার সপক্ষে নথি সরবরাহে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া চীনা সরকারের সঙ্গে সংযোগ থাকার বিষয়টিও অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

জাতীয় নিরাপত্তার অজুহাতে হুয়াওয়ের পণ্য ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি মিত্রদের হুয়াওয়ের পণ্য ব্যবহার না করারও তাগিদ দিচ্ছে।

হুয়াওয়ে বিশ্বের বৃহত্তম টেলিযোগাযোগ সরঞ্জাম ও সেবাদাতা প্রতিষ্ঠান। তাদের পক্ষ থেকে মামলার মূল উদ্দেশ্য হলো, নিরাপত্তা ঝুঁকির দাবিকে চ্যালেঞ্জ করা।

প্রতিষ্ঠানটির রোটেটিং চেয়ারম্যান গুও পিং এক বিবৃতিতে বলেন, ‘হুয়াওয়ে পণ্যের ওপর নিষেধাজ্ঞার সমর্থনে প্রমাণ দেখাতে বারবার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। যথার্থ ও শেষ উপায় হিসেবে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত