আমাদের সবার জীবনে অনেক চ্যালেঞ্জ আছে, সমাজের বিভিন্ন প্রত্যাশা পূরণের চাপ আছে। সানসিল্ক বিশ্বাস করে প্রতিটি মেয়েরই সুযোগ পাওয়া উচিত সব চ্যালেঞ্জকে পেছনে ফেলে নিজের স্বপ্ন পূরণ করার। আর সে জন্যই আয়োজিত হয়েছে ‘সানসিল্ক ডিভাস’ নামের রিয়েলিটি শো, যেটা বাংলাদেশের প্রথম নারীকেন্দ্রিক শো। এর মাধ্যমে সেরা চার প্রতিযোগীকে বেছে নেওয়া হবে যারা একটি নারী ব্যান্ড গঠন করবে। এরই ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারি থেকে শুরু হয় ‘সানসিল্ক ডিভাস’। এখন টিকে আছে সেরা ১০ প্রতিযোগী। আর মাত্র কয়েকটি এপিসোড বাকি! তারপরই সবার সামনে চলে আসবে বাংলাদেশের প্রথম অল গার্ল প্রফেশনাল ব্যান্ড। তিন হাজার সাবমিশনের মধ্য থেকে মাত্র ২০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় সানসিল্ক ডিভাসের মূল পর্ব। প্রতিটি এপিসোড সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন থিমে। প্রধান বিচারক হিসেবে আছেন নেমেসিস ব্যান্ডের যোহাদ রেজা চৌধুরী, চিরকুটের শারমিন সুলতানা সুমি, হৃদয় খান ও আলিফ আলাউদ্দিন। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অতিথি বিচারক। আরও সঙ্গে যুক্ত ছিলেন ট্যালেন্টেড মিউজিশিয়ান রাফা। অষ্টম এপিসোড শুরু এবং শেষ হয় ১০জন প্রতিযোগী নিয়ে। পিয়ানোর সাথে ‘তুমি আকাশের বুকে’ গানটি গেয়ে বিচারকদের মুগ্ধ করেন এপিসোডের সেরা পারফর্মার মৌ। পরবর্তী এপিসোড সাজানো হয়েছে সদ্যপ্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় সব গান দিয়ে, যেখানে স্পেশাল জাজ্ হিসেবে উপস্থিত থাকবেন ওয়ারফেজ ব্যান্ডের টিপু।
সানসিল্ক ডিভাস উইনিং ব্যান্ডের সাথে দুটি অ্যালবামের চুক্তি করবে সনি ডিএডিসি এবং এই ব্যান্ড বলিউড সিনেমার একটি ট্র্যাকে গান গাইবে। সানসিল্ক ডিভাসের প্রতিটি পর্বেই যেমন সারপ্রাইজ ছিলো, সামনেও থাকবে টানটান উত্তেজনা। বিজয়ী ব্যান্ডের সঙ্গে দুটি অ্যালবামের চুক্তি করবে সনি ডিএডিসি এবং এই ব্যান্ড বলিউড সিনেমার একটি গান গাইবে। এই রিয়েলিটি শো দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত ১০টায় দীপ্ত টিভির পর্দায় অথবা সাবস্ক্রাইব করুন ঝঁহংরষশ ঐধরৎ ঊীঢ়বৎঃং ইউ-এর ইউটিউব চ্যানেলে। (বিজ্ঞপ্তি)