ঝিনাইদহ সদর উপজেলার সোনার দাইড় গ্রাম থেকে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে ওই গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে সদর থানার পরিদর্শক (অপারেশন) মহসীন হোসেন তাকে গ্রেপ্তার করেন। পরিদর্শক (অপারেশন) মহসীন হোসেন জানান, ২০১১ সালে প্রতারণার অভিযোগে রফিকুলের বিরুদ্ধে সিআর মামলা হয়। বিচারে ২০১৮ সালে আসামি রফিকুল ইসলামের ছয় বছরের সাজা হয়। সাজা ঘোষণার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিল রফিকুল ইসলাম। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সোনার দাইড় গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।