সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

‘অতিরিক্ত’ ভোট, দুই কেন্দ্র স্থগিত

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১২:০৪ পিএম

সিরাজগেঞ্জর শাহাদাতপুর উপজেলা নির্বাচনে নির্ধারিত সময়ে অতিরিক্ত ভোট পড়ায় দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কেন্দ্র দুটি হল- উপজেলার কৈজুরি মহিউল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা ও ত্রিফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কৈজুরি মহিউল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামিম হাসান জানান, সকাল ১০টায় পর্যবেক্ষণ করে দেখা গেছে ব্যালট বাক্সে যে পরিমাণ ভোট পড়ার কথা ছিল তার চেয়ে বেশি ভোট পড়েছে। অতিরিক্ত ভোট পড়ার কারণে কেন্দ্রটি স্থগিত করে দেওয়া হয়।

একই কারণে ত্রিফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি স্থগিত করা হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা  আবুল হোসেন।

 পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের চার বিভাগের ১২ জেলার ৭৮ উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত