মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

আয়ারল্যান্ডের সিরিজ ড্র

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০১:৫৮ এএম

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতেছিল আফগানিস্তান। পরের ম্যাচটি পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে আয়ারল্যান্ড। এরপর চতুর্থ ওয়ানডে জিতে আবার এগিয়ে যায় আফগানরা। গতকাল দেরাদুনে ছিল সিরিজের শেষ ওয়ানডে। সেই ম্যাচে আয়ারল্যান্ড ৫ উইকেটে জিতে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ ২-২-এ ড্র করেছে।

টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২১৬ রান তোলে আফগানিস্তান। সর্বোচ্চ ৮২ রান করেন আসগর আফগান। মোহাম্মদ নবি করেন ৪০ রান। আয়ারল্যান্ডের পক্ষে ২ উইকেট নেন ডকরেল। ২১৭ রানের টার্গেটে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় আইরিশরা। পল স্টার্লিং ৭০ রান করেন। বারবিন করেন ৬৮ রান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত