বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মোশাররফ-পরীমনির ‘মুখোশ’

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০২:৪১ এএম

এ বছর সরকারি অনুদান পাওয়া সিনেমাগুলোর কাজ চলছে বেশ জোরেশোরেই। এর মধ্যে ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমার অভিনয়শিল্পীর তালিকা বেশ চমকপ্রদ। শুরুতেই জানানো হয়, এ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন গ্ল্যামারগার্ল পরীমনি। এরপর জানানো হয় তার বিপরীতে থাকবেন এ সময়ের ঢালিউডের হ্যান্ডসাম হাঙ্ক রোশান। এবার জানা গেল, সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হালদা’ (২০১৮) প্রশংসিত ও ব্যবসাসফল। এরপর তাকে আর কোনো দেশি সিনেমার সঙ্গে যুক্ত হতে দেখা যায়নি। ‘মুখোশ’ সিনেমার মাধ্যমে বেশ বড় বিরতি নিয়ে তিনি বড় পর্দায় ফিরবেন। কারণ নির্মাতা শুভ চান, করোনাকাল শেষে বড় পর্দাতেই মহাসমারোহে সিনেমাটি মুক্তি দিতে। পরিচালক আরও বলেন, ‘এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। কদিন আগেই তার সঙ্গে চুক্তি হয়েছে। সিনেমায় তিনি একজন শিল্পপতির চরিত্রে অভিনয় করবেন।’

সিনেমা প্রসঙ্গে মোশাররফ করিমের ভাষ্য, ‘এখনই এ সিনেমা নিয়ে তেমন কিছুই বলতে পারব না। আমি চুক্তিবদ্ধ হয়েছি। গল্পটি খুব সুন্দর, আমার অভিনীত চরিত্রও দারুণ। তবে চরিত্রটি পজিটিভ না নেগেটিভ তা এখনই বলা যাবে না। পরিচালক বলেছেন সিনেমা মুক্তির আগপর্যন্ত সেটা চমক হিসেবেই থাকবে।’

পরিচালক বলেন, ‘এখন চূড়ান্ত পর্যায়ের স্ক্রিপ্ট এডিটিংয়ের কাজ চলছে। শিগগিরই গানের কাজ শুরু করব। এতে তিনটি গান থাকবে। আমার ইচ্ছা একটি গান ইমরান আর একটি গান চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরীকে দিয়ে করানোর। নভেম্বরেই গানের পুরো কাজ শেষ করে ডিসেম্বরে ঢাকার মধ্যে অল্প কিছু কাজ করব। তবে মূল কাজ হবে সিলেটে। নতুন বছরের জানুয়ারি থেকে সেখানেই বেশিরভাগ শ্যুটিং করব। একুশে বইমেলার জন্য অপেক্ষা করতে হবে, সেখানেও একটি দৃশ্যধারণ করতে হবে। সব ঠিক থাকলে ২০২১-এর জুলাইয়ের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে নিয়ে আসার ইচ্ছা।’

‘মুখোশ’ একটি রোমান্টিক থ্রিলার ধাঁচের গল্প। নির্মাতার নিজের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এ সিনেমা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সিনেমার গল্প বলে দিলে মজা থাকে না। শুধু এটুকু বলব নতুন একটি চরিত্রে দর্শক আমাকে দেখবেন। কাজটির জন্য যথাযথ প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে যাব।’

মোশাররফ করিম, পরীমনি ও রোশান ছাড়াও সিনেমাটিতে যুক্ত হয়েছেন ইরেশ যাকের ও ফারুক আহমেদ। ইরেশ যাকেরকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। শাহনেওয়াজ নামে এক প্রভাবশালী প্রডিউসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। আর ফারুক আহমেদকে দেখা যাবে পরিচালকের ভূমিকায়।

এদিকে পরীমনি গতকাল থেকে ‘প্রীতিলতা’ সিনেমার কাজ শুরু করেছেন উত্তরায়। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘সত্যি বলতে শ্যুটিংয়ের মতো লাগছে না, মনে হচ্ছে সত্যিই যুদ্ধে যাচ্ছি।’ গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে মুভিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।

মোশাররফ করিম গতকাল তার ভক্তদের সঙ্গে ঘণ্টাব্যাপী আড্ডা দিয়েছেন চ্যানেল আইয়ের পর্দায়। দারাজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’তে প্রথম অতিথি ছিলেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত