সম্পর্ক করে বিয়ে। কিন্তু এক মাস না যেতেই স্বামীর নামে থানায় অভিযোগ করলেন স্ত্রী।
২৭ বছরের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্ত্রীর অভিযোগ, বিয়ের আগে টাক লুকিয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন স্বামী। বিয়ের পর আসল চেহারা সামনে এসেছে।
বিয়ের পর স্ত্রী দেখতে পেয়েছেন স্বামীর মাথায় টাক। এরপরই ২৯ বছরের যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের নয়ানগরে।
নয়ানগর পুলিশ স্টেশনে রবিবার অভিযোগ দায়ের করা হয়েছে। স্বামী একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।
স্ত্রীর অভিযোগ, গত মাসেই তাদের বিয়ে হয়েছে। বিয়ের পরই স্ত্রী দেখতে পান, স্বামী ও তার পরিবার পুরো বিষয়টা জানেন এবং ইচ্ছে করেই টাক লুকানো হয়েছে। মীরা রোডের বাসিন্দা ওই যুবক পরচুলা পরে বিয়ের আগে দেখা করেছেন এবং বিয়ে করেছেন।
থানের আদালতে এ দিন স্বামীকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
শুধু টাকের সমস্যাই নয়, স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং অস্বাভাবিক যৌনতারও অভিযোগ তুলেছেন স্ত্রী।
নারীর অভিযোগের ভিত্তিতে, স্বামীর বিরুদ্ধে পুলিশ একটি মামলা দায়ের করেছে। ৪৯৮, ৪০৬, ৩৭৭ ও আইটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
থানে আদালতের নির্দেশে অভিযুক্তকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো স্বামী জামিন পান।