সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে সবার আগে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করল তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু প্লেসি উদ্বোধনী জুটিতে ৭৫ রান যোগ করে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান। গায়কোয়াড় ৩৮ বলে ৪৫ ও ডু প্লেসি ৩৬ বলে ৪১ রান করেন।
১০৮ রানের মাথায় ৪ উইকেট হারানোর পর আম্বতি রাইডু ও মহেন্দ্র সিং ধোনির অবিচ্ছিন্ন ৩১ রানে নিশ্চিত হয় চেন্নাইয়ের জয়। রাইডু ১৭ ও ধোনি ১৪ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ঋদ্ধিমান সাহার ৪৬ বলে ৪৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৩৪ রান করতে পারে হায়দরাবাদ। চেন্নাইয়ের পক্ষে জস হ্যাজলউড ২৪ রানে ৩ উইকেট নেন। আইপিএলে যা তার সেরা বোলিং। এদিনের ম্যাচসেরাও তিনি।
১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত চেন্নাইয়ের। বাকি তিন ম্যাচের একটিতে জয়ে পেলেই সেরা দুইয়ে থেকে ১০ অক্টোবর কোয়ালিফাই খেলা নিশ্চিত হবে দলটির। সেই ম্যাচে জিতলে নিশ্চিত হয়ে যাবে ফাইনাল। হারলেও ১৩ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফাই খেলার সুযোগ থাকবে।
এদিকে ১১ ম্যাচে মাত্র দুটিতে জয় পাওয়া হায়দরাবাদের আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে।