শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

চাতলাপুর শুল্ক স্টেশন

ভারতে গেল আরও ৪ টন ইলিশ

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১:২৪ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রথমবারের মতো ভারতের উত্তর ত্রিপুরায় চার টন (চার হাজার কেজি) ইলিশ রপ্তানি হয়েছে। প্রায় তিন বছর পর এ স্টেশন দিয়ে মাছ রপ্তানি হলো।

বাংলাদেশি তিনটি প্রতিষ্ঠান উত্তর ত্রিপুরার কৈলাশহরে ইলিশ রপ্তানি করে। এর মধ্যে গত বৃহস্পতিবার আরিফ ট্রেডিং ও জারা এন্টারপ্রাইজ দুই টন এবং গতকাল শুক্রবার দুপুরে ঢাকার বিডিএস করপোরেশন দুই টন ইলিশ রপ্তানি করে।

আমদানি-রপ্তানিকারক ও ক্লিয়ারিং এজেন্ট শাহজাহান এন্টারপ্রাইজের মালিক সোহেল রানা চৌধুরী জানান, প্রতি কেজি ৮৫৬ টাকা (১০ ডলার) দরে চার টন ইলিশ ত্রিপুরায় পাঠানো হয়েছে। কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব ইলিশ কিনেছে। ৪ অক্টোবর থেকে দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা শেষ হলে এ পথে আরও ইলিশ রপ্তানি করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত