বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কমলগঞ্জে মানববন্ধন

লাউয়াছড়ার বনভূমি উদ্ধারের দাবি

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১২:০৪ এএম

‘আমরা প্রকৃতিকে বাঁচাব আগামী প্রজন্মের জন্য’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনভূমি উদ্ধার ও বনের ভেতর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে নিরাপত্তা আবরণ (কভার) লাগানোর দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্পের সামনে জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জের আয়োজনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আহাদ মিয়ার সঞ্চালনায় ও সভাপতি মঞ্জুর আহমেদ মান্নার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দীন, অ্যাডভোকেট সানোয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলার আহ্বায়ক আ.স.ম সালেহ সোহেল, সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাহীন আহমেদ, সাজিদুর রহমান সাজু, আব্দুস শুকুর, সাজু মারছিয়াং, আব্দুল হামিদ, সালাহ্উদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, এসকে দাশ সুমন, নির্মল এস পলাশ প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত