মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

সাড়ে ৪ মাস পর সর্বনিম্ন ৫৮৯ জন শনাক্ত

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০২:৫৯ এএম

দেশে এক দিনে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ছয়শর নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ৫৮৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়, যা গত সাড়ে ৪ মাসে সর্বনি¤œ। এর আগে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত ১৬ মে। সেদিন ৩৬৩ রোগী শনাক্ত হয়েছিল। এদিকে টানা চার সপ্তাহের বেশি সময় ধরে দেশে নতুন রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে।  গেল সেপ্টেম্বর মাসের শুরুতে দেশের বেশিরভাগ জেলায় দৈনিক শনাক্তের হার ১০ শতাংশের ওপরে থাকলেও গড় শনাক্তের হার ছিল ১০ শতাংশের ঘরে। তবে মাসটির শেষ দিকে বেশিরভাগ জেলাতেই শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে আসে। গত ২৪ ঘণ্টায় এ হার ছিল ৩ দশমিক ৪১ শতাংশ।

গতকালের হিসাব অনুসারে ১৩ জেলায় নতুন রোগী শনাক্ত হয়নি। বাকি জেলাগুলোতেও শনাক্তের হার খুবই কম। ৬৪ জেলার মধ্যে ৫০ জেলায় কোনো মৃত্যু হয়নি। একজন করে ১২ জেলায়, এক জেলায় দুজন এবং ঢাকা জেলায় ১০ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৮৯ জন নতুন রোগী শনাক্ত হয় এবং ২৪ জনের মৃত্যু হয়। এ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন। আর মারা গেছে ২৭ হাজার ৫৫৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।

ঢাকা বিভাগে মৃত্যু বেশি : গত ২৪ ঘণ্টায় ঢাকা (মহানগরসহ) বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এ দিন ঢাকা বিভাগে ১৪ জনের মৃত্যু হয়। এরপর চট্টগ্রাম বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন। এছাড়া খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছে। তবে রাজশাহী বিভাগে কোনো মৃত্যু হয়নি।

বরিশাল বিভাগে নতুন রোগী কম : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন শনাক্ত রোগী ৮ জন। ঢাকা বিভাগের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ৩৮০ জন। এরপর আক্রান্ত রোগীর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে রোগী শনাক্ত হয়েছে ১১৩ জন। এছাড়া রাজশাহী বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ২২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ১৭ জন এবং রংপুর বিভাগে ৯ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৪ জনের মধ্যে পুরুষের তুলনায় নারীর মৃত্যু কম হয়েছে। এর মধ্যে পুরুষ ১৫ জন আর নারী ৯ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছে ১৭ হাজার ৬৮৩ জন; যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ১৭ শতাংশ। নারী মারা গেছে ৯ হাজার ৮৭২ জন; যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৮৩ শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন রয়েছে। মৃত ২৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২১ এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত