বুন্দেসলিগায় গতকাল মৌসুমের প্রথম হার দেখল বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ২-১ গোলে হারিয়েছে বাভারিয়ানদের। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ৯ ম্যাচ জয়ের পর হারল বায়ার্ন। আর ফ্রাঙ্কফুর্টের এবার লিগে এটি প্রথম জয়।
ম্যাচের ২৯ মিনিটে লেওন গোরেজকার গোলে এগিয়ে যায় বায়ার্ন। তিন মিনিট পর ফ্রাঙ্কফুর্টের হয়ে গোল শোধ দেন ডিফেন্ডার মার্টিন হিনটেরেগের। ম্যাচের প্রথমার্ধে ছিল ১-১ সমতা। ৮৩ মিনিটে ফ্রাঙ্কফুর্টের ফিলিপ কস্টিক গোল করেন। বায়ার্নের রবার্ট লেভানডোস্কি বেশ কয়েকবার গোল করার চেষ্টা করেও ব্যর্থ হন।
হারের পরও ৭ ম্যাচে ১৬ পয়েন্টে শীর্ষেই বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড।
টানা তৃতীয় জয় জুভেন্তাসের: ইতালিয়ান লিগে প্রথম চার ম্যাচে দুই হার, দুই ড্র করা জুভেন্তাস টানা তৃতীয় জয় পেয়েছে। ইতালির ইউরো জয়ের অন্যতম নায়ক লোকাতেল্লির একমাত্র গোলে নগর প্রতিদ্বন্দ্বী তুরিনোকে হারিয়েছে তারা। একই দিন সাসসুলোকে ২-১ গোলে হারিয়েছে ইন্তার মিলান। তাদের সংগ্রহ ৭ খেলায় ১৮ পয়েন্ট। সমান ম্যাচে জুভেন্তাসের সংগ্রহ ১১।