মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

লিভারপুলের মাঠে সিটির রোমাঞ্চকর ড্র

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৪:০৯ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। এমন ম্যাচে দর্শকদের যা প্রত্যাশা থাকে, ম্যাচটি উপহার দিয়েছে সেটাই। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটি নিশ্চিতভাবেই ভক্তদের মনে দাগ কেটে থাকবে অনেকদিন।

২-২ সমতায় শেষ হওয়া ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে দুই দুবার এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। তবে দুইবারই সমতায় ফিরে পয়েন্ট আদায় করে পেপ গার্দিওয়াল সিটি।

ম্যাচের ৫৯ মিনিটে লিভারপুলকে প্রথম এগিয়ে দেন সাদিও মানে। দশ মিনিট পর সিটির পক্ষে ব্যবধান কমান ফিল ফোডেন। ৭৬ মিনিটে মোহামেদ সালাহ ফের এগিয়ে দেন লিভারপুলকে। তবে পাঁচ মিনিট পরই সিটির হয়ে সমতা টানে কেভিন ডি ব্রুইন।

লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল লিভারপুল। এদিনের ড্রয়ে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে লিভারপুল এবং সিটি দুই দলই। ৭ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন লিভারপুল। সমান ম্যাচে চার জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত