শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

টি-টোয়েন্টিতে উন্নতি বাংলাদেশের

আপডেট : ০৬ মে ২০২২, ১২:১৫ এএম

বিশ্বকাপে ভরাডুবি ও পাকিস্তান সিরিজের ব্যর্থতার পরও টি-টোয়েন্টিতে উন্নতি হয়েছে বাংলাদেশের। নিজেদের মাঠে আফগানিস্তানের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে তাদেরকেই পেছনে ফেলা গেছে। আফগানদের টপকে বাংলাদেশের অবস্থান এখন র‌্যাংকিংয়ে আটে। টেস্টে আগের মতোই টাইগারদের অবস্থান নবম ও ওয়ানডেতে সপ্তম। তিন সংস্করণে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। টেস্টে আগের মতোই অস্ট্রেলিয়া, ওয়ানডেতে নিউজিল্যান্ড ও টি-টোয়েন্টিতে ভারত নিজেদের অবস্থান ধরে রেখেছে।

এবারের র‌্যাংকিংয়ে ২০২১ সালের মে থেকে দলগুলোর শতভাগ পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে। আগের দুই বছরের পারফরম্যান্সের ৫০ শতাংশ বিবেচনায় নেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ জয় বাংলাদেশের টি-টোয়েন্টি র‌্যাংকিং উন্নতিতে দারুণ কাজে দেয়। আফগানিস্তান এই সময়ে ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে। ২২৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০-এ নেমে গেছে আফগানরা। এতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যথাক্রমে আট ও নয়ে উঠেছে। ২ রেটিং পয়েন্ট বেড়ে বাংলাদেশের এখন ২৩৩ আর শ্রীলঙ্কার ২৩০। ২৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে সপ্তম স্থানে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে ৫১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে বাংলাদেশ। ওয়ানডেতে সদ্য দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জেতা বাংলাদেশের ২ রেটিং পয়েন্ট বেড়ে ৯৫ পয়েন্টে আছে সপ্তম স্থানে। ইন্টারনেট

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত