মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

মাদারীপুরে ঈদমেলায় দর্শনার্থীদের ভিড়

আপডেট : ০৬ মে ২০২২, ১১:২৪ পিএম

ঈদকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে পাঁচ দিনব্যাপী ঈদমেলার আয়োজন করা হয়েছে। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এ মেলা গত দুই বছর করোনার কারণে হতে পারেনি। এবার করোনার প্রকোপ না থাকায় মেলার স্থানকে আরও প্রসারিত করে পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে আয়োজন করা হয়েছে। ঈদের দিন এ মেলার শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সাংসদ আবদুস সোবহান গোলাপ। মাদারীপুরসহ আশপাশের জেলা থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল মেলা প্রাঙ্গণ। মেলায় বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক ব্যবসায়ী বিভিন্ন ধরনের দোকান সাজিয়ে বসেছেন। উপজেলার গোপালপুর গ্রামের কুন্ডু বাড়ির মেলা বন্ধ থাকায় কাঠ ব্যবসায়ীরাও এ মেলায় বিভিন্ন আসবাবপত্রের দোকান বসিয়েছেন। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের সুবিধার্থে কাঠের মেলা এক মাস পর্যন্ত চলার ব্যবস্থা করেছেন মেলার আয়োজকরা।

এক সময় ঈদুল ফিতরকে কেন্দ্র করে নায়েব হাজী লতিফ হোসেন বেপারি বাড়ি ঈদগাহের পাশে মিষ্টির দোকান বসত। ঈদের নামাজ শেষে মানুষ মিষ্টি কিনে নিয়ে যেত। ধীরে ধীরে চুড়ি, ফিতাসহ অন্যান্য দোকান বসতে শুরু করে। একপর্যায়ে সেটা একটা মেলায় রূপ নেয়। ২০০ বছরের মাথায় এসে সেখানে দুই শতাধিক দোকানের সমাগম ঘটেছে। মেলায় রয়েছে নাগরদোলা, বায়োস্কোপ, মাটির তৈরি খেলনা, চুড়ি, ফিতা, কসমেটিকস এবং বিভিন্ন রকমের খাবারের দোকান। এছাড়া রয়েছে কাঠের আসবাবপত্র।

মেলার দর্শনার্থী প্রবাসী আবদুর রহিম বলেন, ‘অনেক দিন কোনো মেলা হয় না। এবার হওয়ায় ভালো লাগছে। মেলায় মালামালের দামও একটু কম থাকে। তাই ঘরের জন্য কিছু আসবাবপত্র কিনলাম।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সাংসদ আবদুস সোবহান গোলাপ বলেন, ‘ঈদকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে নিজ বাড়িতে আসে সবাই। এই ঈদকে কেন্দ্র করেই সেই ২০০ বছর পূর্বে থেকে চলে এসেছে এ মেলা। আমি সার্বিক সহযোগিতাসহ প্রতিদিনই মেলায় এসে সবার খোঁজখবর নিচ্ছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত