এবার সৌদি আরবের মরুর বুকে তুষারপাত। তাবুক শহরের আল-লাওজ পার্বত্য এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় রাত একটার দিকে এই তুষারপাত শুরু হয়। এই দৃশ্য দেখতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন শহরটিতে এসেছেন।
তাবুক একটি আকর্ষণীয় পর্যটন অঞ্চল। এখানে শীতকালে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়। এখানকার আল-লাওজ এবং আলকান পর্বতে তুষারপাত হয়, যা প্রতি বছর উপসাগরীয় অঞ্চলের লোকদের আকর্ষণ করে।
তাবুক শহরটি জর্ডান সীমান্তের কাছে অবস্থিত। শহরটিতে সাড়ে ৬ লাখের বেশি মানুষের বসবাস।
গত দু বছর ধরেই সৌদি আরবের উত্তরাঞ্চলের শহরগুলোতে তুষারপাতের দেখা মিলছে। এর আগে ২০১৮ সালে দেশটিতে ব্যাপক তুষারপাত হয়।