রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ভারতের সঙ্গে ম্যাচটা টাই হয়েছে বাংলাদেশের। সেটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না হারমানপ্রিত কৌর। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ব্যাট দিয়ে আঘাত করেছেন স্টাম্পে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করেছেন। পরে ট্রফি নিয়ে ছবি তোলার সময়ও বাংলাদেশি ক্রিকেটারদের স্লেজিং করছিলেন তিনি। যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবির কর্মকর্তারাও।
ক্রিকেটিংয়ের আচরণবিধি ভাঙার দায়ে বড় শাস্তি পাবেন বলে মনে করছিলেন অনেকে। ধারণা করা হচ্ছিল, কয়েক ম্যাচে নিষেধাজ্ঞাও আসতে পারে। কিন্তু দেখা গেছে ছোটো শাস্তিতেই পার পেয়ে গেছেন ঔদ্ধত্য আচরণ করা ভারতীয় অধিনায়ক।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ আজ এক প্রতিবেদনে জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা হচ্ছে ভারতীয় অধিনায়কের। ম্যাচ রেফারি আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রিকেট আইন অনুযায়ী, মাঠে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে বা কোনো ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করলে তা শাস্তিযোগ্য অপরাধ। সেই হিসেবে হারমানপ্রিতের শাস্তি পাওয়া নিশ্চিতই ছিল। জানা গেছে, ম্যাচ অফিসিয়ালদের তরফে হারমানপ্রিতকে আর্থিক জরিমানা ও ডি মেরিট পয়েন্ট দেওয়ার জন্য সুপারিশ করা হয়। তবে তাকে আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো সুপারিশ করা হয়নি।
ম্যাচ রেফারি আখতার আহমেদ ক্রিকবাজকে বলেন, অনফিল্ডের ঘটনার জন্য (স্ট্যাম্পে আঘাত) তাকে ৫০ শতাংশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাজে মন্তব্যের জন্য আরও ২৫ শতাংশ জরিমানার সুপারিশ করা হয়েছে। সেই হিসেবে মাঠের ঘটনার জন্য দুটি ডিমেরিট এবং প্রেজেন্টেশন পার্টির জন্য আরও এক ডিমেরিট পয়েন্ট যোগ হবে হারমানপ্রিতের নামের পাশে। তিনি ছাড়া অন্য কোনো ভারতীয় ক্রিকেটারকে শাস্তির মুখে পড়তে হচ্ছে না।