টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। তৃতীয় টেস্টে জয় পেয়েছিল। চতুর্থটিতেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পেরেছিল। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে এই দুই দলের বাইরে তৃতীয় পক্ষ হিসেবে হাজির বৃষ্টি। চতুর্থ দিন থেকেই বাগড়া দিচ্ছিল। যদিও ৪০ ওভার খেলা হয়েছে। তবে শেষ দিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। তাতে অ্যাশেজ সিরিজ জয়ের আশা ভেস্তে গেছে ইংলিশদের।
ম্যানচেস্টার টেস্টের পঞ্চম ও শেষ দিন ভেসে গেছে বৃষ্টিতে। ফলে চতুর্থ টেস্ট হয়েছে ড্র। ওভালে শেষ টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই নামবে অস্ট্রেলিয়া, মানে এ সিরিজ হারছে না তারা। ওল্ড ট্রাফোর্ডে ড্র হওয়াতে অ্যাশেজ ধরে রাখাও নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার।
২০১৯ সালে হেডিংলিতে তৃতীয় টেস্টে জিতে অ্যাশেজে টিকে ছিল ইংল্যান্ড, তবে ওল্ড ট্রাফোর্ডে হেরে আশা শেষ হয়ে গিয়েছিল। এবার হেডিংলিতে জয়ের পর ওল্ড ট্রাফোর্ডের ড্রয়ে আশা শেষ তাদের। ২০১৫ সালের পর থেকে অ্যাশেজ জয়ের অপেক্ষা তাই আরেকটু দীর্ঘ হলো ইংলিশদের।
দিনে খেলা শুরুর সবচেয়ে বড় আশাটি জেগেছিল স্থানীয় সময় দুপুরে। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণের পর বেলা ১টায় খেলা শুরুর সময় জানানো হয়েছিল। তবে স্বাভাবিকভাবেই শর্ত ছিল, সে সময়ের মধ্যে আর বৃষ্টি হওয়া যাবে না। কিন্তু বৃষ্টি নামে আবার, খেলা শুরুর আগেই। এরপর আর খেলা শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়নি।
স্থানীয় সময় বিকাল ৫টা ২৪ মিনিটের দিকে আসে আনুষ্ঠানিক ঘোষণা। পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা। নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার অ্যাশেজ ধরে রাখাও।