ওভালে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। অর্থাৎ আগে ব্যাট করবে ইংল্যান্ড।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে দুই দলের লড়াই।
আগের চার টেস্টেই টসে জিতেছিল ইংল্যান্ড। অবশেষে অজি অধিনায়ক প্যাট কামিন্স এ ভাগ্য পরীক্ষায় জয়ী হলেন।
সিরিজে ২-১ এ গিয়ে আছে অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্ট তারা জিতে নেওয়ার পর তৃতীয়টি জিতে ইংল্যান্ড। চতুর্থ টেস্ট ড্র হয়।
পঞ্চম টেস্টের ফল যেটাই হোক সিরিজ হারবে না অস্ট্রেলিয়া। ‘ছাইদানি’ তাই অস্ট্রেলিয়ারই থাকবে।