ওভাল টেস্টে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের অ্যাশেজ। ২-২ ফল সিরিজের। প্রথম দুই টেস্ট অস্ট্রেলিয়ার জয়ের পরও ইংলিশদের ফিরে আসা। ওভালে শেষ দিনে ব্যাটে-বলে দারুণ লড়াইয়ে জয় তুলে নেওয়ার সঙ্গে সিরিজ বাঁচায় স্বাগতিকরা। যে লড়াইয়ে মুগ্ধ ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও শচিন টেন্ডুলকার।
সৌরভ তো টেস্ট ক্রিকেটকেই সেরা উল্লেখ করে বলেছেন, ‘এটাকে বাঁচিয়ে রাখতে হবে’।
সোমবার দারুণ লড়াইয়ের পর ওভাল টেস্ট ৪৯ রানে জিতে নেয় ইংল্যান্ড। যদিও এক সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়াই জিতে যাবে। প্রথম দুই টেস্ট অস্ট্রেলিয়া জেতার পর সিরিজের ফলও তাদের পক্ষে যাবেই বলে মনে হচ্ছিল।
দুই দলের দারুণ এই লড়াই দেখে সৌরভের টুইট, ‘অসাধারণ ক্রিকেট। গ্রীষ্মে ছয় ম্যাচের (অ্যাশেজ অবশ্য পাঁচ ম্যাচের ছিল) এই সিরিজ দেখার আনন্দই আলাদা। টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট। এটাকে বাঁচিয়ে রাখতে হবে।’
সৌরভ আরও বলেছেন, ‘যারা টেস্ট খেলতে চায় না তারাও হয়তো ওভালের মাঠে নেমে পড়তে চাইবে। টেস্ট ক্রিকেটকে সেরার সেরা করতে হবে। সবার এটা নিয়ে চিন্তা করা উচিত। তা হলেই সেটা সম্ভব। কিছু দল এবং কিছু ক্রিকেটারকে শুধু দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।’
এদিকে শচিন টুইটারে লিখেছেন, ‘০-২ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পরেও সিরিজ ড্র করা সত্যিই কৃতিত্বের। অ্যাশেজে ইংল্যান্ড যে লড়াইয়ের মানসিকতা দেখাল, সেটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। এই ভাবে ফিরে আসা প্রমাণ করে কী পরিমাণ মানসিক কাঠিন্য প্রয়োজন এই খেলায়। আবহাওয়া এই সিরিজের ফলাফল হতে দেয়নি। কিন্তু সেটা ভালো ক্রিকেটের মেজাজটাকে নষ্ট হতে দেয়নি। এই সিরিজ অনেক দিন মনে থেকে যাবে’।