মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

প্রতিদিন স্কুলে যাওয়া-আসা যেন যুদ্ধ জয়!

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৮:৩৮ পিএম

কখনো লাফ দিয়ে, কখনো জঙ্গল মাড়িয়ে, আবার পাহাড়ি ছড়ার পানিপথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় আমাদের। প্রবল বৃষ্টিতে ছড়ায় পানি বাড়লে সেদিন স্কুল কামাই করা ছাড়া উপায় থাকে না আমাদের। কথাগুলো বলছিল শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ডুলুছড়া এলাকার পাহাড় ব্লকের ছোট্ট শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ডুলুছড়া এলাকার বালিশিরা পাহাড় ব্লকের শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় অনেক চড়াই-উৎরাই পেরিয়ে। ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য প্রতিদিন স্কুলে যাওয়া-আসা যেন যুদ্ধ জয় করার শামিল। অন্যদিকে একই রাস্তার উপরিভাগ ভাঙা থাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে যাতায়াতেও ঘটছে ব্যাঘাত।

শুধু শিক্ষার্থী নয়, এ গ্রামের সব বাসিন্দাকে কষ্ট করে এ পথ দিয়ে যেতে হয় শহরে বা তাদের জুমে। ভঙ্গুর এ পথই এখানকার অসংখ্য লেবু, আনারসসহ অন্য ফসলাদি পরিবহনের একমাত্র রাস্তা। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর ১১৩টি বাড়ি। এ বাড়িতে বসবাস করা মানুষদেরও চলাচলের একমাত্র রাস্তা এটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে একদল শিশু ওই রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে। আশ্রয়নের পাশের রাস্তায় তিনটি ভাঙন। তার একটিতে গাছের টুকরা দিয়ে এপার-ওপার সংযোগ স্থাপন করা হয়েছে।

এলাকার স্থানীয় বাসিন্দা শ্যামল দেববর্মা। তিনি জানান, এই পাহাড়ি জনবসতির সন্তানদের স্কুলগামী করতে হলে এই রাস্তাটি সংস্কার ও পাকা করা জরুরি। বাচ্চাদের এখন স্কুলে দিতে ভয় হয়। শুধু এই রাস্তার কারণে।

স্কুলের প্রধান শিক্ষক অর্জুন দত্ত জানান, বিদ্যালয়ে যারা পড়েন তাদের বেশিরভাগই পাহাড়ি জনবসতির শিক্ষার্থী। বর্তমানে বিদ্যালয়ের তিন দিকের রাস্তা ভালো শুধু ডুলুছড়ার যে অংশে বসতি রয়েছে (পাহাড় ব্লক), সে পাশে রাস্তা না থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে খুবই কষ্ট হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর ১১৩টি ঘর দেওয়া হয়েছে। এ বছরের বর্ষায় রাস্তাটির কয়েক জায়গা ভেঙে গেছে। অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত রাস্তাটি করে দেওয়া হবে। ইতিমধ্যেই এর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখানে কালর্ভাটসহ আরসিসি ঢালাই দিয়ে রাস্তা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত