রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৩। মেলার প্রথম দিনে পর্যটকদের ব্যাপক সাড়া মিলেছে। ভারত ও বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণের জন্য যাবতীয় বিষয় নিয়ে মেলায় বসেছে অর্ধশতাধিক স্টল। মেলায় আগত দর্শনার্থীরাও হাতের লাগালেই ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ভ্রমণের ওপর অফার পাওয়ায় বেশ খুশি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলার বিভিন্ন স্টল ঘুরে আগত দর্শনার্থী ও স্টলগুলোতে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্যই মিলেছে।
মেলায় স্টল বসিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও। স্টলটিতে দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্প্রতি চালু হওয়া জাপানের নারিতা রুটে যাতায়াত করতে চাইলে মেলায় আগতরা পাবেন ২০ শতাংশ ছাড়। এছাড়াও কাঠমান্ডু, কলকাতা, দিল্লি, আবুধাবি, সারজাহ, দুবাই, দোহা, সিঙ্গাপুর ও ব্যাংকক রুটে মিলবে ১৫ শতাংশ ছাড়। এ ক্ষেত্রে বিমানের কল সেন্টারেও (০১৯৯০৯৯৭৯৯৭) সরাসরি যোগাযোগ করতে পারবেন আগ্রহীরা।
১৭ বছর পর ঢাকা-নারিতা ফ্লাইট চালু করল বিমান
এদিকে, মেলা উপলক্ষে র্যাফেল ড্র’র টিকিটও দিচ্ছে এয়ারলাইন্সটি। প্রবেশ পথে টিকিট কাটলে প্রথম দিনে থাকছে ঢাকা-দিল্লি-ঢাকা কাপল রিটার্ন টিকিট, দ্বিতীয় দিনে থাকছে ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে কাপল রিটার্ন টিকিট এবং তৃতীয় দিনে ঢাকা-নারিতা-ঢাকা কাপল রিটার্ন টিকিট পাবেন র্যাফেল ড্র’তে বিজয়ীরা।
মেলায় আগত দর্শনার্থীদের ভাষ্য- এরকম মেলার আয়োজন প্রতি তিন মাস পরপর করা প্রয়োজন। তাহলে মানুষের ভ্রমণের ওপর ভীতি কাটবে। তথ্য জানবে খোলা মনে। আর এতে দেশের পর্যটন স্পটগুলোতেও তারা সহজে ঘুরতে যেতে চাইবে।
মালদ্বীপের নীলাভ সৌন্দর্য উপভোগের পরিকল্পনা বাস্তবায়নে ইউএস-বাংলা
রংপুরের ‘আলী বাবা থিম পার্কে’র আকর্ষণীয় নানা বিষয় ভ্রমণপিপাসুদের জানাতে মেলায় স্টল দিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ। তিনি বলেন, আমরা অফার দিচ্ছি না, তবে আমাদের পার্কে মানুষ কেন যাবে, কি কি দেখার মতো জিনিস দিয়ে আমরা পার্ক সাজিয়েছি- সেটা জানাতেই মেলায় আসা। আর আমাদের পার্কটি তিস্তার তীরে। সেখানে প্রতিদিন যারা বেড়াতে যান, তাদের মধ্যে বিদেশি পর্যটকও থাকেন।
পার্কটিতে প্রবেশ করামাত্রই সর্বপ্রথম চোখের সামনে পড়বে মহান আল্লাহ তায়ালা’র ৯৯টি নাম খোদাই করে তৈরি করা দৃষ্টিনন্দন ঝর্না। সঙ্গে পার্কে আছে শিশুদের নাগরদোলা, নৌকা, বাচ্চাদের বিভিন্ন রাইড। পাশাপাশি দেয়ালে দেয়ালে চোখে পড়বে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসা, পবিত্র কাবা শরিফ, হজরত ফাতেমা (রা.) এর বাড়ি, জর্ডানের মরুভূমির সেই সাহাবি গাছসহ খোদাই করা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের চিত্র। পার্কটি রংপুর জেলা শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার পূর্বে পীরগাছা উপজেলার শেষ অংশে থাকা তিস্তা সোলার পাওয়ার লিমিটেডের পাশে অবস্থিত বলেও জানান তিনি।
ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে যাওয়া যায়
বিদেশ ভ্রমণে যাওয়ার আগে অনেকেই হোটেল বুকিং, টিকিট, ভ্রমণ এবং ভিসা নিয়ে নানা জটিলতায় পড়েন। তাদের জন্য সমাধান নিয়ে মেলায় স্টল সাজিয়েছে রুম চাই ডটকম। প্রতিষ্ঠানটি ওমরা হজ্ব প্যাকেজে ২০ হাজার টাকা করেও ছাড় দিয়েছে।