সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে রাজপথে কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীদের অনেকেই রাজপথে নেই। তবে রাজপথে রয়েছেন যুবদলের পদবঞ্চিতরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতালের সমর্থনে রাজধানীর বিজয়নগরে ঝুঁকি নিয়ে ঝটিকা মিছিল করেছেন তারা।
সকাল আটটায় নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর পানির টাংকির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারিক উজ জামান, শোয়েব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ হাফিজ, ছাত্রদলের সাবেক সহ ক্রিড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহধর্ম সম্পাদক জিল্লুর রহমান কাজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি এবাদুল হক পারভেজ, দর্শন বিভাগের সাবেক সভাপতি আমিনুর রহমান খন্দকার কাকন, মিনহাজুল আবেদীন, যুবদল নেতা সালাউদ্দিন সুমন প্রমুখ।