চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্পত্তির বিরোধ নিয়ে যুবদল নেতাকে কুপিয়ে খুন করলেন তার মামাতো ভাই। আজ রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের বৈদ্য পুকুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বজলুর রহমান তিনি বৈদ্য পুকুর গ্রামের মৃত মজিবুল হকের পুত্র। তিনি স্থানীয় যুবদলের নেতা ছিলেন। অভিযুক্ত হত্যাকারী একই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে তৌহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্পদ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল উভয়ের মধ্যে। আজ সন্ধ্যায় বজলুরকে ওপর অতর্কিতভাবে হামলা করে তৌহিদ। এলোপাতাড়ি কোপানোর কারণে বজলুর রহমানের হাতের কব্জি আলাদা হয়ে যায়। মৃত্যু নিশ্চিত করার জন্য পরপর দুটি গুলি করে তৌহিদ। এলাকাবাসী এগিয়ে এলে সে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, তৌহিদ ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিলেন। সামান্য কারণেই তিনি মানুষের উপর ঝাঁপিয়ে পড়তেন। ২০০৫ সালে একটি জীবিত গর্ভবতী গরুর পা কেটে নিয়ে বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করেছিলেন তিনি।’
ঘটনা সত্যতা নিশ্চিত করে সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, ‘মূলত সম্পদের বিরোধ ও পুলিশকে তার খবর জানানোর বিষয় নিয়ে সন্দেহ থেকেই বজলুর রহমানকে খুন করেন তৌহিদ। তার নামে সীতাকুন্ড মডেল থানায় ডাকাতি মামলা রয়েছে।’