সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মাথা খাটাও

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:২৪ এএম

আজকের প্রশ্ন

চক থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে

কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে

বলতে হবে জিনিসটি কী?

উত্তর লিখে পাঠাও ডাক বা কুরিয়ারে ‘বিভাগীয় সম্পাদক, মিঠাই, দৈনিক দেশ রূপান্তর, রূপায়ণ ট্রেড সেন্টার, ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মোটর, ঢাকা-১০০০’এই ঠিকানায় অথবা ই-মেইল করতে পারো [email protected] এই ঠিকানায়। ই-মেইলে উত্তর পাঠালে বিষয় লিখে দেবে ‘মাথা খাটাও-এর উত্তর’। উত্তরের সঙ্গে যুক্ত করে দেবে নাম, ঠিকানা, বয়স, স্কুলের নাম ও শ্রেণি। পরের সংখ্যায় প্রকাশিত হবে বিজয়ীর নাম। প্রতি মাসের সর্বোচ্চ সঠিক উত্তরদাতা হবে মাসসেরা উত্তরদাতা। মাসসেরা উত্তরদাতা পাবে ১০০০ টাকা অর্থমূল্যের বই উপহার।

গত সংখ্যার উত্তর : TINTIN IN THE LAND OF THE SOVIETS

সঠিক উত্তরদাতা : রুমি আক্তার, ইধান্ত খান নূর মোহাম্মদ, উবাইদুল্লাহ তারানগরী, নকীবুল হক, মিজান ইবনে মোবারক, মাসুম বিল্লাহ, নাহিদ সাইফুল্লাহ, নুজহাত সাবা

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত