বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

বৃক্ষের স্লোগান

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:২৫ এএম

বৃক্ষ লাগাই ভূরি ভূরি

তপ্ত বায়ু শীতল করি,

ফলবৃক্ষ করবো চাষ,

কাটব না আর একটি গাছ।

 

বন্যা, খরা, জলোচ্ছ্বাস,

গাছ কাটলে সর্বনাশ

সকল মানুষ, পশুপাখি

অক্সিজেনে বেঁচে থাকি।

 

সকল কাজে বারো মাস

বর্ষাকালে লাগাই গাছ,

বৃক্ষনিধন বন্ধ করি,

দূষণমুক্ত জীবন গড়ি।

 

বেঁচে থাকার সকল মূল

গাছ লাগাতে না হয় ভুল

উপকারের নেই যে শেষ

ফুলে-ফলে ভরব দেশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত