বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

বাগাতিপাড়ায় ২০০ কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:২৩ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় ২০০টি কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। রবিবার দিনগত রাতের কোনো এক সময়ে উপজেলার জামনগর ইউনিয়নের করমদসি এলাকার বিলে গোলাম রসুলের (৪২) কলাক্ষেতে এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম রসুল জানান, স্থানীয়রা খবর দিলে তিনি কলার বাগানে গিয়ে দেখেন তার বাগানের ১২ কাঠা জমির প্রায় ২০০ কলা গাছের কলার কাঁদি নষ্ট করে মাটিতে ফেলে রেখেছে। তবে এমন ঘটনা শত্রুতাবশত করেছে বলে তিনি ধারনা করেন। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষক থানায় এসে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত