সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

ইফতারের পর শিয়ালের মাংস দিয়ে ভুরিভোজ

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৭:৪৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নে দুর্ঘটনায় আহত শিয়ালের মাংস দিয়ে ভুরিভোজ করেছে কতিপয় কিশোর। গত শনিবার (৩০ মার্চ) ইফতার পরবর্তী সময়ে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।

রবিবার (৩১ মার্চ) উপজেলা আইন শৃঙ্খলা সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম ঘটনাটি তুলে ধরেন। এ ঘটনায় জড়িতদের নাম ঠিকানা সংগ্রহের জন্য   স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন। 

জানা গেছে, গতকাল শনিবার সিংগাইর-মানিকনগর সড়কের সাহরাইল গ্রামীণ কল্যান সংলগ্ন সামিউল ওয়ার্কশপের সামনে শুক্রবার রাত ৮ টার দিকে শিয়ালটি রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের চাপায় মেরুদন্ড ভেঙ্গে রাস্তার পাশেই পড়ে থাকে। পরদিন দুপুরে কিশোররা বাত রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালটিকে জবাই করে  ভুরিভোজ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সায়েস্তা উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, শিয়ালের মাংস দিয়ে ভুরিভোজের ঘটনার সত্যতা রয়েছে। জড়িতদের নাম ঠিকানা সংগ্রহ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবকে পাঠানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত